
সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ জুন, শনিবার সকালে ১১টায় তেঁতুলিয়া উপজেলার সদরে পুরাতন বাজারে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা।
সংসদ সদস্যদের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
এর আগে সকালে পঞ্চগড় সদর উপজেলার অমর খানা ইউনিয়নের মুক্তাঞ্চল চাওয়াই নদী ধারে ও সড়কের পাশে বৃক্ষরোপণ করেন তিনি। জলবায়ুর পরিবর্তনে বিরূপ প্রভাব থেকে জীব বৈচিত্র্য উত্তরাঞ্চলের মরুময়তা রোধ, সৌন্দর্য বর্ধনের মাধ্যমে পর্যটনে মানুষকে আকৃষ্ট এবং পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্যের অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন ।
এসময় সংসদ সদস্য বলেন, ১লা আষাঢ় থেকে পুরো মাস জুড়ে তার নির্বাচনি এলাকা পঞ্চগড় সদর, তেতুঁলিয়া ও আটোয়ারী উপজেলার ২৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন সড়ক, ১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪টি সরকারি অফিস চত্বর, আশ্রয়ণ প্রকল্প ও বহমান নদীর ধারেসহ ফাঁকা জায়গাগুলোতে ৬৬ প্রজাতির ঔষধি, ফলজ, বনজসহ তিন লাখ বৃক্ষরোপণ করা হবে। এছাড়া সৌন্দর্য ছড়ানো সোনালু, জারুল, ও কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি সহ বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ নেন।
বিবার্তা/গোফরান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]