
জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ আব্দুস সালাম নামে এক মাদককারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২।
শুক্রবার (১৪ জুন) রাতে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চাকুরিয়া কালীতলা যমুনা নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ধারণা করা যাচ্ছে এক লক্ষ ৮০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখা-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, দীর্ঘদিন যাবত ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মদ বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল সে। গ্রেফতারের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/ওসমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]