শিরোনাম
শেরপুরে ১০ টাকা দরের ৩৪ মণ চালসহ আটক ১
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৮:৪৬
শেরপুরে ১০ টাকা দরের ৩৪ মণ চালসহ আটক ১
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩৪ মণ চালসহ জহুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলতলা পল্লীবিদ্যুৎ অফিস এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয়।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন থেকে চালভর্তি একটি ট্রলি নালিতাবাড়ী শহরে আসছিলো। এ সময় এলাকাবাসী ট্রলিটির গতিরোধ করে। ওই ট্রলিতে ১০ টাকা মূল্যের চাল পাওয়া গেলে প্রশাসনকে খবর দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্য গুদামের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালসহ জহুরুলকে থানায় পাঠায়।


জিজ্ঞাসাবাদে জহুরুল জানান, রামচন্দ্রকুড়া ইউনিয়নের ডিলার আবদুল লতিফের দোকান থেকে ওই চাল আনা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান বলেন, আটককৃত চাল ১০টাকা কেজি দরে বিক্রির এটা নিশ্চিত। তবে জহুরুল যে ডিলারের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তার দোকানে গিয়ে রেজিস্টার খাতা ও মজুত চাল সব কিছু ঠিক পাওয়া গেছে। চালককে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/সানী/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com