
রাজধানীর পলাশী এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁর বয়স আনুমানিক ৫০ বছর।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. নূতন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই জানান, ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই নারীর পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান এসআই নূতন মিয়া।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]