
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রেমালে অধিক ক্ষতিগ্রস্ত ও বহুমুখী কাজের জন্য তিন শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
১২ জুন, বুধবার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ বাস্তবায়নে উপজেলা পত্তাশী ইউনিয়নের অধিক ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
এর আগে বালিপাড়া ও ইন্দুরকানী সদর ইউনিয়নে ২১২ জনকে ৬হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার সদর ইউনিয়নে অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে’র পরিবীক্ষণ কর্মকর্তা কাজী মাহফুজুর রহমান, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কে এম শামীম রেজা, ইউপি সদস্য সোলায়মান হোসেন, আবুল বাসার মৃধা ও জাকির হোসেন প্রমুখ।
বিবার্তা/শামীম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]