
লক্ষ্মীপুরে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের মাদাম এলাকায় বালুভর্তি ট্রাক চাপায় হাবিব উল্যা (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
১১ জুন, মঙ্গলবার বিকেলের দিকে তাকে বহনকৃত সাইকেলকে চাপা দেয় একটি ডাম্প ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকটি (ফেনী-ঠ-১১-০১৭৫) জব্দ করা হয়েছে এবং চালক জাফরকে (২৪) আটক করেছে পুলিশ।
নিহত হাবিব বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের হ্যাপী সিনেমা হল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস লক্ষ্মীপুর শাখার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
চালক জাফর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের নুরুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ তার বাসা থেকে বাইসাইকেল যোগে মাদাম জিরো পয়েন্টের পাশের মসজিদে আছর নামাজ পড়তে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে তার মাথা থেলতে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘাতক চালককে আটক করা হয়েছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/সুমন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]