
রংপুরের গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উপহারের ঘর পেল ১০০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার।
১১ জুন, মঙ্গলবার গণভবন প্রান্ত থেকে সারাদেশে ১৮ হাজার ৫৬৬টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের অনুকূলে জমি ও ঘর হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে গঙ্গাচড়া সহ ৭০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন তিনি।
জমি ও ঘর হস্তান্তর উপলক্ষ্যে গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানটি বিটিভির সরাসরি সম্প্রচার প্রদর্শন শেষে এ উপজেলার উপকারভোগীদের হাতে জমি ও ঘরের দলিল তুলে দেওয়া হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হলো। তবে পরবর্তীতে গৃহহীন ও ভূমিহীন পরিবার পেলে তাদেরও জমি ও ঘর প্রদান অব্যাহত থাকবে।
বিবার্তা/নাহিদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]