
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে শপথের পর এবারে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, ভাইস-চেয়ারম্যান এএইসএম ওয়াসিম, মহিলা ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তার দায়িত্ব গ্রহণ করেছেন।
একইসাথে সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তারের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১০ জুন, সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন নবনির্বাচিত চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, ভাইস-চেয়ারম্যান এএইসএম ওয়াসিম, মহিলা ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তার, বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান অনামিকা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু প্রমুখ।
বিবার্তা/শহীদুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]