
আসামি গ্রেফতার করায় ঝিনাইদহের শৈলকূপা থানায় হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৯ জুন) রাতে পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান বাদী হয়ে ১১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৫’শ জনকে আসামি করে শৈলকূপা থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে।
১০ জুন , সোমবার পুলিশের উপ-পরিদর্শক লাল্টু রহমান জানায়, গতকাল রবিবার দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেফতার করে আনে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নিতে কয়েকশ লোকজন থানা ঘেরাও করে ইটপাটকেল ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধঘণ্টা ধরে চলে হামলা পাল্টা হামলা।
এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল আব্দুস সালামের অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মামলার আসামি ১৫ জন গ্রেফতার হলেও বাকিদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]