শিরোনাম
নালায় পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৪:৩২
নালায় পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর সাহেদুল ইসলাম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রবিবার (৯ জুন) সকাল ১০টার দিকে বন্দর থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডের আবেদীন পাড়া এলাকার নাছির খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


শনিবার (৮ জুন) বিকেলে শিশুটি নিখোঁজ হয়। সাহেদুল নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের সিডিএ কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবা পেশায় একজন রিকশাচালক।


বন্দর থানার এসআই জিল্লুর রহমান বলেন, শনিবার বিকেলে ডবলমুরিং থানা এলাকায় নালায় পড়ে এক শিশু নিখোঁজ হন। এরপর থেকে পরিবারে সদস্যরা খোঁজ নিতে থাকেন। সকালে একটি খাল থেকে তার মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।


স্থানীয়রা জানান, সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের আওতায় খালটির পাশে প্রাচীর তৈরি করে বক্স করা হয়েছে। যার ওপর দিয়ে স্থানীয়রা চলাচল করে। দুই দিন আগে সেখান থেকে ঢাকনাগুলো তুলে নেওয়া হয়েছে।


সাইদুলের বোন আঁখি আক্তার মিম বলেন, তার মা বাকপ্রতিবন্ধী। মা, নানির সঙ্গে তারা দুই ভাই-বোন থাকেন। রিকশাচালক বাবা আলী আকবর আরেকটি বিয়ে করে আলাদা থাকেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাইদুল বাসা থেকে বের হয়েছিল। বাসায় ফিরতে দেরি হওয়ায় রাতে তার মা-নানি ও আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। সকালে নালায় তার লাশ পাওয়া যায়। সাইদুল ওই এলাকার আগ্রাবাদ শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। আর মিম দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com