শিরোনাম
‘জঙ্গিবাদের বিরুদ্ধে লেখনির মাধ্যমে কাজ করতে হবে’
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১৯:০৮
‘জঙ্গিবাদের বিরুদ্ধে লেখনির মাধ্যমে কাজ করতে হবে’
ত্রিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের লেখনির মাধ্যমে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবে ‘ত্রিশাল প্রেসক্লাব সম্মাননা-২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় তিনি স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে বলেন। কাজ করার আহবান জানান।


অনুষ্ঠানে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সহসভাপতি ঈমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মুসা।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ সংবাদপত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক আনম ফারুক, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, আমাদের সময় জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, যমুনা টিভির ব্যুরো চিফ হোসাইন শাহীদ।


বিবার্তা/নোমান/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com