শিরোনাম
গ্রামীণফোনের সিইওসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১৭:৩১
গ্রামীণফোনের সিইওসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

প্রতারণার অভিযোগে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠিসহ (৫৫) ২২ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রাম চতুর্থ মহানগর হাকিম হারুন উর রশিদের আদালতে এ মামলা করা হয়।


আদালত সূত্রে জানা যায়, মুঠোফোনে লোভনীয় প্রস্তাবের বার্তা (এসএমএস) পাঠিয়ে প্রতারণার অভিযোগ এনে চট্টগ্রাম বারের আইনজীবী অ্যাডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি (৫৫), প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও পরিচালক শরীফ আহমেদ (৫০), টেকনিক্যাল বিভাগের স্পেশালিস্ট আহমেদ মঞ্জুর উদ দৌলা (৫২), অর্থ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. শাহেদ (৫০), ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুর রহমান ভুঁইয়া (৪৮), মঈনুল কাদের (৪৫), মঞ্জুর উদ দৌহা (৪৭), হেড অব এক্সটারনাল কমিউনিকেশান সৈয়দ তালাত কামালসহ (৪২) ২২ জনের বিরুদ্ধে মামলাটি করেন।


বিষয়টি নিশ্চিত করে বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মামলার বাদি অ্যাডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ সিইপিজেড থানার বাসিন্দা হওয়ায় আদালত মামলাটি গ্রহণ করে নগরীর ইপিজেড থানা পুলিশকে এজহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছে।


বিবার্তা/রাজু/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com