
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন (৫৫) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।
৭ জুন, শুক্রবার বিকেলে উপজেলার সিঙ্গিমারী সীমান্তে পকেট এলাকার ৮৯৩ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের নিকট এ ঘটনা ঘটে।
আহত আলতাব হোসেন সিঙ্গিমারী ইউনিয়নের পকেট গ্রামের বাসিন্দা মৃত বাচ্চা শেখের ছেলে। আহত আলতাব হোসেন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
সীমান্তের বাসিন্দা সূত্র জানায়, শুক্রবার বিকেলের দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকার সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের নিকট একটি খেতে বাংলাদেশি নাগরিক আলতাব হোসেন কাজ করছিলেন। এ সময় ভারতের কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা জমিতে কাজ করা অবস্থায় বাংলাদেশি আলতাব হোসেনকে ভারতীয় বিএসএফ তার (বুকে) গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ আলতাবকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ওয়ার্ড সদস্য সামসুল হক জানান, সীমান্তে ভারতীয় বিএসএফের গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন আলতাব হোসেনকে বিএসএফ গুলি করেছেন।
বিবার্তা/তমাল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]