শিরোনাম
এমপি ফারুক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ বিএনপির
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১৬:১০
এমপি ফারুক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ বিএনপির
সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর দেয়া এক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। ওই বক্তব্যকে ‘অসাংবিধানিক’ ও ‘অগণতান্ত্রিক’ বলেও উল্লেখ করেছে তারা। রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বুধবার দুপুরে এক প্রতিবাদলিপিতে এ প্রতিবাদ জানান।

 

রাজশাহী মহানগরীর মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত ওই প্রতিবাদলিপিতে বিএনপিপন্থী একটি দৈনিকের বরাত দিয়ে বলা হয়, গত ২৫ মার্চ তানোরের একটি কলেজের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন- ‘ইতিপূর্বে জামায়াতকে শেষ করা হয়েছে। বাকি আছে বিএনপি, তাদেরও কঁচু কাটা করে বাংলার মাটি থেকে শেষ করা হবে। এ দেশের মাটি তাদের জন্য নয়। এ দেশের মাটি আওয়ামী লীগের জন্য। বিএনপি জঙ্গিবাদে পরিণত হয়েছে। তাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গা থেকে শেষ করতে হবে।’

 

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘দেশের এমন সংকটময় পরিস্থিতিতে সরকারদলীয় একজন দায়িত্বশীল এমপির এমন কাণ্ডজ্ঞানহীন, দাম্ভিকতাপূর্ণ বক্তব্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নজিরবিহীন উপহাস এবং তা চলমান সংকটকে আরো ঘোলাটে ও জটিল করে তুলবে।’

 

তিনি বলেন, এর আগেও বিএনপিকে ধ্বংসের অনেক বড় ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপিকে নিঃশেষ করা যায়নি। এমপি ফারুক চৌধুরীর এমন প্রতিহিংসামূলক বক্তব্য গণতান্ত্রিক ধারার পরিপন্থী এবং বাকশালী আচরণের সর্বনিকৃষ্ট উদাহরণ। তাই এমন বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে তিনি ওমর ফারুককে আহ্বান জানান।

 

বিবার্তা/রিমন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com