
জামালপুরের বক্শীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামে আদালতে ডিক্রি প্রাপ্ত জমি প্রতিপক্ষদের দখলের পাঁয়তারা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সহিজল হকের পরিবার।
৫ জুন, বুধবার দুপুরে ভুক্তভোগীর নিজবাড়ী গাজীরপাড়া সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সহিজল হক, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চান মিয়া, ছাবিনা আক্তার, সুজন ও মিজানুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযোগ করেন, প্রতিবেশী ইউসুফ আলী ও সাদা, মিয়া গংদের সাথে ৪শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে আদালতে মোকদ্দমা হয়। দীর্ঘ ১১বছর পরে সম্প্রতি ভুক্তভোগী সহিজল হক আদালতে উক্ত মামলায় ডিক্রি প্রাপ্ত হন। এরপর থেকে মামলায় হেরে যাওয়ার পরও ক্ষিপ্ত হয়ে ওই জমি জবর দখলের পাঁয়তারা ও নানান ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে ইউসুফ ও সাদা মিয়া গংরা।
এই ঘটনায় ভুক্তভোগী সহিজলের ছেলে সারোয়ার হোসেন বাদী হয়ে নিরাপত্তা চেয়ে বকশিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে সংবাদ সম্মেলনে মাধ্যমে প্রতিবাদ জানিয়ে ন্যায় বিচার চেয়েছেন।
বিবার্তা/ওসমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]