
গাজীপুরের টঙ্গি পশ্চিম থানা এলাকায় ছিনতাইকারীর হাতে চাঞ্চল্যকর ক্লুলেস নয়ন হত্যা মামলায় মূলহোতা সাদ্দাম ওরফে চোর সাদ্দামকে উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
৫ জুন, বুধবার র্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সাদ্দাম মিয়া (২৭), টঙ্গি পশ্চিম থানার সুলতান মিয়ার ছেলে।
র্যাব কর্মকর্তা বলেন, গত ১০ জানুয়ারি ভোরে টঙ্গি পশ্চিম থানার হোসেন মার্কেট এলাকায় কাঠপট্টি মেসার্স খান এন্টার প্রাইজ নামের দোকানের সামনে অজ্ঞাতনামা দু’জন ছিনতাইকারী মোটলসাইকেল যোগে এসে ভুক্তভোগী মো. নয়ন মৃধাকে (৩৬) আটক করে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় টঙ্গি পশ্চিম থানায় দু’জন ছিনতাইকারীদেরকে আসামি করে ভুক্তভোগীর চাচাতো ভাই ছিদ্দিকুর রহমান শামীম একটি দস্যুতাসহ হত্যা মামলা দায়ের করেন। আসামিকে আইনের আওতায় আনার জন্য র্যাবের একটি দল ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় আজ ভোরে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মূলহোতা সাদ্দাম ওরফে চোর সাদ্দামকে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ১ নম্বর সেক্টরের লোটো শো-রুমের সামনে থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]