
মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর দিলারা রহমানের বাসা থেকে গাড়িচালক জগলু মিয়ার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ জুন, বুধবার সকালে পৌর শহরের সৈয়ারপুর এলাকার থেকে সাবেক কাউন্সিলরের নিজ বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়।
জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্শিজোড়া এলাকার মো. মোছাব্বির মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়ির চালক জগলু মিয়া সে ওই বাসার তিনতলার জেনারেটরের পাশের রুমে থাকত। আজ ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]