
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটি বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে।
মঙ্গলবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের অদূরে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরী নদীতে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ ঢাকার সদরঘাট থেকে প্রায় সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর চরমুলতান এলাকায় যাচ্ছিল। মুন্সীগঞ্জ লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে নোঙর করা মাটিবোঝাই এমভি রাজিন বাল্কহেডকে ধাক্কা দেয় লঞ্চটি। এতে বাল্কহেডটি ডুবে যায়। স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নিয়ে আসেন।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম বলেন, বাল্কহেডে থাকা পাঁচজনকে উদ্ধার করে নিরাপদে তীরে আনা হয়েছে। যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ কে নিরাপদে তীরে নোঙর করা হয়েছে। সদরঘাট থেকে আরেকটি লঞ্চ এসে দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীদের নিয়ে পটুয়াখালী রওনা হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]