
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শফি আহমেদের নিজ জেলা নেত্রকোণায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের প্রথম জানাজা তার উত্তরা নিজ বাসভবনের পাশে ৭ নাম্বার সেক্টর মসজিদে সোমবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ জুন) সকাল ১০টায় শফি আহমেদের মৃতদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হয়। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় শফি আহমেদের মৃতদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নিজ জেলা নেত্রকোণায় তার মোক্তার পাড়াস্থ বাসভবনে নিয়ে আসা হয়। বাদ মাগরিব মোক্তার পাড়া ইদগাহ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শোক প্রকাশ করে শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য অসিম কুমার উকিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক এডভোকেট এম এ মতিন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুর রহমান লিটন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আতাউর রহমান মানিক নব নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বুধবার গ্রামের বাড়ি মদন উপজেলা পরিষদের সামনে সকাল ১০টায় ৪র্থ জানাজা শেষে জেলা শহরের সাতপাই পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য, ৩ জুন, সোমবার বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজজন ও গুণগ্রাহী রেখে যান।
বিবার্তা/এরশাদুল /সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]