
রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।
৪ জুন, মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রাতে যাত্রাবাড়ী মাতোয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে আমার ডিউটি চলাকালীন একটি কাভার্ড ভ্যান মোটরবাইককে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়েন তিনি। তখন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, আমরা নিহত বাইক আরোহী যুবকের নাম পরিচয় জানতে পারিনি। তার পরনে ছিল টি-শার্ট ও একটি প্যান্ট। তার পরিচয় জানার চেষ্টা চলছে এ ঘটনায় চালক আটক এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]