
সাভারে সিকিউরিটি সার্ভিসে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত থাকায় প্রতারক চক্রের প্রধানসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৩ জুন, সোমবার সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকার কলেজ এক্স ভবনের তৃতীয় তলায় ফিউচার প্ল্যান সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে একটি অফিসে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে সঙ্গবদ্ধ প্রতারকদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, প্রতারক চক্রের প্রধান ফিউচার প্ল্যান সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার উত্তরচরবিশ্বাস গ্রামের খলিলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৪), প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত পটুয়াখালী জেলার গলাচিপা থানার ইসমাইল শাহের ছেলে আল আমিন (২৪), নরসিংদী জেলার সদর থানার রসুলপুর গ্রামের মোসলে উদ্দিনের ছেলে লাদিন জিহাদ (২১), সিলেট জেলার বিয়ানী বাজার
থানার গজ্জিত্রী গ্রামের আজির উদ্দিনের ছেলে শরিফ উদ্দিন (২১), রংপুর জেলার কোতোয়ালি থানার কুটির পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আব্দুল আহাদ (২০), সিরাজগঞ্জ জেলার চরমালসা পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (২০) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কাপাসডাঙ্গা গ্রামের লালচানের ছেলে সাগর হাসান (২০)।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চাকরি প্রার্থীদের সুযোগ সুবিধা সম্বলিত ৬ পাতা ফরম, ১৩টি মানী রিসিট মুড়ি বহি, ৭টি রেজিস্টার খাতা, ২টি সিল মহর, ৬০০টি যোগদান ফরম, ৬০০টি টাকার অফেরতযোগ্য অঙ্গীকারনামা, কমিশনের টাকা তোলার ২টি ডায়রি, পূর্বের ভুয়া অ্যাকটিভ গার্ডস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। সাভারে দীর্ঘদিন ধরে ফিউচার প্ল্যান সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক-যুবতীদের প্রলুব্ধ করতো। চাকরিপ্রার্থীদের কাছ থেকে ফরম, সিকিউরিটি মানী বাবদ টাকা নিয়ে সেটা আত্মসাৎ করতো। চাকরি না পেয়ে কেউ টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি দেখানো হতো।
এ ঘটনায় বাগেরহাট জেলার চিতলমারী থানার পাঙ্গাসিয়া গ্রামের ননীগোপাল গুহর ছেলে সৌরভ গুহ (৩০) সহ কয়েকজন ভুক্তভোগী একত্রে বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি শাহ জামান।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]