ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সিপিবি’র মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ : ০১ জুন ২০২৪, ২১:০৫
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সিপিবি’র মানববন্ধন ও বিক্ষোভ
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারাদেশের ন্যায় দুর্গাপুরেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটি।


১ জুন, শনিবার দুপুরে ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে একটি মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সিপিবি উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ডা. দিবালোক সিংহ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম খান প্রমুখ।


এদিকে এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি জ্ঞাপন করে অংশ নিয়েছেন।


বক্তারা বলেন, গত অক্টোবর থেকে ফিলিস্তিনে যে হামলা শুরু করেছে ইসরায়েল, তা সত্যি ন্যাক্কার জনক। সভ্যতার এই যুগে এমন হামলা কেউ সমর্থন করে না। বিশ্ব নেতৃবৃন্দ তাদের বার বার সতর্ক করা সত্ত্বেও তারা কারো বাঁধাই মানছে না। এখনই সময় এসেছে এই যুদ্ধ থামানোর, নয়তো সারা বিশ্ব ব্যাপী এর রেশ ছড়িয়ে পড়বে। আমরা যুদ্ধ চাই না, এই নারকীয় যুদ্ধ বন্ধে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করছি।


বিবার্তা/পলাশ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com