
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যাগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী।
৩১ মে, শুক্রবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. কানিজ শাহরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্বয়কারী আশরাফুল আলমসহ সাংবাদিক, শিক্ষক, স্কাউট প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তগণ।
বক্তারা বলেন, ধূমপান ও তামকাজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা সম্পর্কে জনগণকে সচেতনতা সৃষ্টি করতে হবে। তামাক বিরোধী প্রচার কার্যক্রমকে জোরদার করতে হবে। বক্তরা পাবলিক প্রেস ও পাবলিক পরিবহনে ধূমপান মুক্ত করণের আহ্বান জানান। এরপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিবার্তা/খালেক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]