
জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
৩১ মে, শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
এর আগে, বৃহস্পতিবার (৩০ মে) রাত সাড়ে ১২টার দিকে দুরমুঠ ইউনিয়নের সুলতান খালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বেলাল শেখ ওই এলাকার মৃত করিম শেখের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য বেলাল শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরে দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি পাওয়া যায়। তার মধ্যে একটি বস্তায় ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি গাঁজা ছিল। পরে তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় মামলা করা হয়। দুপুরের দিকে পুলিশ তার ৭ দিনের রিমান্ডের চেয়ে আদালতে পাঠায়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, সবার আড়ালে একজন জনপ্রতিনিধি গাঁজার কারবারি করছিলেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ বেলালকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]