ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বাউচাইল গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাইফুল ইসলাম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
তিনি মৃত মনাফ মিয়ার ছেলে।
নিহতের মেয়ে ইভা আক্তার বলেন, ৩০ মে, বৃহস্পতিবার সকালে বাবা আম পাড়তে গাছে উঠলে সেখান থেকে পড়ে গুরুতর আহত হন। দ্রুত নবীনগর সদর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেরুনেছা বলেন, সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তি আম গাছ থেকে পড়ে মারা গেছেন। হাসপাতালে আনার সময় পথিমধ্যে তিনি মারা যান।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]