
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে মো. আসলাম শেখ এর জালে ধরা পড়ছে ১৭ কেজি ওজনের পাঙ্গাস মাছ। এসময় তার জালে আরও ৪টি পাঙ্গাস মাছ ধরা পড়ে।
৩০ মে, বৃহস্পতিবার দুপুর ২টায় ৫নং ফেরি ঘাটের অদুরে মাছগুলো ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামে ১৭ কেজির মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনে নেয়।
জেলে মো. আসলাম শেখ বলেন, ঝড়ের পর আজ প্রথম পদ্মায় জাল ফেলেছি। ৫নং ফেরি ঘাটে অদূরে এক সাথে ২টি বড় ও ৩টি ছোট পাঙ্গাস মাছ জালে ধরা পড়ে। আড়তদারের মাধ্যমে মাছ ৫টি বিক্রি করেছি। বড় ২টি মাছের ওজন সাড়ে ৩২ কেজি। মাছ দুইটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ২৫০ টাকা বিক্রি করেছি। বাকি ৩টি মাছের ওজন ১৭ কেজি হয়। এগুলো ৯০০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৩০০ টাকা বিক্রি করেছি।
দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ১৭ কেজির পাঙ্গাস মাছ ২২ হাজার ১০০ টাকায় উন্মুক্ত নিলামে জেলে মো. আসলাম শেখ এর কাছ থেকে কিনেছি। মাছটি ৫নং ফেরি ঘাটের পল্টনে পদ্মা নদীতে বেঁধে রাখা আছে। সামান্য কিছু লাভে বিক্রি করে দিবো।
বিবার্তা/মিঠুন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]