
পাবনায় দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা, স্কুল শিক্ষার্থীদের নিয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন এবং ইমাম গাযযালী হাই স্কুল এন্ড কলেজ দল রানার্স আপ হয়। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের হাসান মাসুদ শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।
৩০ মে, বৃহস্পতিবার সকালে পাবনা প্রেসক্লাব চত্বর থেকে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান ও পুলিশ সুপার আকবর আলী মুনসীর নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. খায়রুল হক।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ারুল উল আজীজের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিবার্তা/পলাশ/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]