পাবনা সদর উপজেলায় সোহেল হাসান চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:০৫
পাবনা সদর উপজেলায় সোহেল হাসান চেয়ারম্যান নির্বাচিত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পাবনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন।


বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলে ভোটগ্রহণ। এর পর গণনা শেষে রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা।


নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৪৩ হাজার ৭০১ ভোট পেয়ে সোহেল হাসান শাহীন বেসরকারি ভাবে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৭৯ ভোট।


বিবার্তা/পলাশ/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com