
একাকীত্ব কাটাতে ছেলে মেয়েদের সম্মতিতে ৭৫বছর বয়সী মোঃ আনোয়ার মোল্লা (আনু মোল্লা) ৬০ বছরের এক পাত্রীকে বিয়ে করে। বর আনোয়ার মোল্লা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শামসু মাস্টারের পাড়া এলাকার বাসিন্দা।
গত রবিবার (২৬ মে ) সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।বিয়ের পর থেকে ওই নবদম্পতিকে দেখতে বরের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
সরজমিন ঘুড়ে জানাযায় ,মোঃ আনোয়ার মোল্লার এটা ৩য় বিবাহ। তিনি ইতিপূর্বে দুটি বিবাহ করেছিলেন। তার প্রথম স্ত্রী মারা গেছে প্রায় একযুগ পূর্বে এবং দ্বিতীয় স্ত্রী মারা গেছে ছয় বছর পূর্বে।সেই স্ত্রীদের পক্ষের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা বাবার একাকীত্ব কথা চিন্তা ৩য় বিবাহের সিদ্ধান্ত নিয়েছে।
মো. আনোয়ার মোল্লা বলেন, আমি ছেলে মেয়েদের আমার বিবাহের কথা বলছি। তারা আমাকে মেয়ে দেখতে বলেছে। আমি মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে নিয়ে আসি। এবং পাত্রী কোন চাহিদা না থাকায় আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।
প্রতিবেশী রতনা বেগম বলেন, তিনি অনেক দিন হলো বিবাহ করার জন্য পাত্রী খুঁজেছেন। তার ছেলে মেয়েরা বাবার একাকীত্ব কথা চিন্তা করেই বিবাহের সম্মতি দিয়েছে। পাঁচ দিন আগে বিবাহ হয়েছে।
এই বিষয় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এই ঘটনাটি আমি জানতাম না। তবে ফেসবুকে বিয়ের ছবি দেখেছি।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]