বগি ফেলে ৪ কিলোমিটার গেল ট্রেন
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০১:৪৭
বগি ফেলে ৪ কিলোমিটার গেল ট্রেন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-সিলেট রেলপথের নরসিংদীতে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি হুক থেকে খুলে যাওয়ার ঘটনা ঘটেছে।


বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে এই ঘটনা ঘটে। তবে এ সময় কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি।


রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের পেছনের ৫টি বগি ফেলে রেখে অন্তত ৪ কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিন এবং সাথে থাকা বাকি বগি। পরে আধা ঘণ্টা পর ইঞ্জিনের সাথে থাকা বগিসহ অর্ধেক ট্রেন ফিরে এসে বিচ্ছিন্ন হওয়া বগিগুলোকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।


ঘটনার প্রত্যক্ষদর্শী শিপন নামে একজন বলেন, ঘটনার সময় ট্রেনের সকল যাত্রী আতঙ্কিত ছিল। ৩০ মিনিটের বেশি সময় যাত্রীরা ভোগান্তিতে ছিল।


খানাবাড়ি স্টেশন মাস্টার এসএম জসিম উদ্দিন জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস আমিরগঞ্জ এর কাছাকাছি এসে পাঁচটি বগি পার্টিং হয়ে বিছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে ট্রেনটি কিছুদূর এগিয়ে গিয়ে আবার পুনরায় এসে বগি গুলো নিয়ে ঢাকায় চলে যায়। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।


ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম খন্দকার বলেন, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com