
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্যাপন করা হয়েছে।
২৯ মে, বুধবার রাজশাহী নগরীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল- শিক্ষা মেলা, উপকরণ প্রদর্শনী ও শিক্ষামূলক সামগ্রী বিতরণ।
এতে প্রাথমিক শিক্ষা বিভাগীয় অফিসের উপ-পরিচালক মো. সানাউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী বিতরণ ও অনুষ্ঠান উপভোগ করেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
এসময় রাজশাহী প্রেসক্লাব সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী তুলে দেন।
এমন আয়োজন ও শিক্ষা সামগ্রী উপহার পেয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
বিবার্তা/সোহানুর/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]