
বগুড়ার শাজাহানপুরে ভোটকেন্দ্রে ঘুরতে গিয়ে পুকুরে ডুবে আজমাইন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২৯ মে, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে পুকুর থেকে আজমাইনের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
আজমাইন শাজাহানপুর উপজেলার মানিকদিপা পূর্বপাড়া গ্রামের আব্দুল মমিনের একমাত্র ছেলে।
শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১২টার দিকে আজমাইন মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেড়াতে যায়। দুপুরে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। বিকেল সাড়ে ৩টার দিকে ভোটকেন্দ্র সংলগ্ন পুকুরে আজমাইনের মরদেহ ভেসে উঠে। পরে শিশুটির লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার কথা পুলিশকে এখনও কেউ জানায়নি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]