কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নুরু ছালাম (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
২৯ মে, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় চকরিয়ার কাকারা ইউনিয়নের ফুলেরছড়া গর্জনিয়া পাহাড়ে এ ঘটনা ঘটে।
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, রাতে খাবার খেয়ে নুরু ছালাম ঘুমিয়েছিলেন। একপর্যায়ে পাহাড় থেকে নেমে আসা পাঁচ থেকে ছয়টি বন্য হাতি তার বসতঘরে হামলে পড়ে। এতে ঝুপড়ি আদলের ঘরটি তছনছ হয়। বন্য হাতির পালের আক্রমণে নুরু ছালাম ঘটনাস্থলেই মারা যায় এবং দুইজন আহত হয়। আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]