
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লাইনের উপর গাছ ও সোলার প্যানেল পড়ে কারওয়ানবাজার ও মতিঝিলের মধ্যে মেট্রোরেল চলাচল বন্ধ আছে।
২৭ মে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।
ডিএমটিসিএলের ফেসবুক পেজে বলা হয়, শাহবাগ-সচিবালয় মেট্রোরেল স্টেশনের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টের উপর ঝড়ে গাছের ডাল ও মতিঝিল স্টেশনসংলগ্ন এলাকায় সোলার প্যানেল পড়ায় এই অংশে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ আছে। সহসাই চালুর চেষ্টা চলছে। এখন উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল নিয়মিত চলাচল করছে।
এর আগে সকালে ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ না থাকায় বেশকিছুক্ষণ চলাচল বন্ধ ছিল।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]