
টাঙ্গাইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে, সোমবার সকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল হামিদ মিয়া, জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।
অবহিতকরণ সভায় জানানো হয়, আগামী আগামী (১ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী ৩ হাজার ১০টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এবার টাঙ্গাইলে ৪ লাখ ৯৩ হাজার ৭শ’ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৬ হাজার ১৪৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ৭ হাজার ২৩৭ জন স্বাস্থ্য সহকারী এবং কর্মী কাজ করবেন।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/ইমরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]