লক্ষ্মীপুরের সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্য
প্রকাশ : ২৬ মে ২০২৪, ২০:৪৩
লক্ষ্মীপুরের সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্য
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে পড়েন।


২৬ মে, রবিবার বিকেলে রায়পুর পৌরসভার মীরগঞ্জ সড়কের ফারুকীয়া মাদরাসার সামনের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের মীরগঞ্জ সড়কের বয়াতি বাড়ির খোরশেদ আলমের ছেলে কাদের হোসেন (২১) ও একই বাড়ির জাকির হোসেনের ছেলে রবিন হোসেন (২৮)। তাদের দুজনের বাবা পেশায় রিকশা চালক। তাঁদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে। অসুস্থ সাকিব হোসেনও একই বাড়ির বাসিন্দা।


ফায়ার সার্ভিস সূত্র জানায়, সেপটিক ট্যাংকে কয়েকটি বাঁশ পড়ে যায়। বাঁশ তুলতে রবিন ও কাদের ট্যাংকে নামেন। কিছুক্ষণ পার হয়ে গেলেও তাদের সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর সাকিব তাদের উদ্ধার করতে নিচে নামেন। এসময় তিনজনই ভেতরে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সাকিব উঠে আসতে পারলেও অন্যরা পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


রায়পুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সৈয়দ আহম্মেদ বলেন, সেপটিক ট্যাংক থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


বিবার্তা/সুমন/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com