শিরোনাম
ফুলবাড়ীতে শিশু সহিংসতা বন্ধে প্রচারাভিযান
প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৮:০৯
ফুলবাড়ীতে শিশু সহিংসতা বন্ধে প্রচারাভিযান
ফুলবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এডিপি’র উদ্যোগে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে প্রচারাভিযানের উদ্বোধন করা হয়েছে।


‘আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা রোধ করতে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এডিপি ম্যানেজার পবিত্র বি কষ্টা।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রচারাভিযানের উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাসিম আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা নবিউল ইসলাম, মোজাফ্ফর সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ, থানার এসআই শাহ আলম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, শিক্ষক রওশন আলী ।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন গুপ্ত শুভ, ওয়ার্ল্ড ভিশন সংস্থার বাদল সাংমা, ডেভিড বাস্কে, পবিত্র বেনিটেড ক্রুজ, জোসেফ মার্ডি, রংপুর বিভাগীয় শিশু ফোরামের সভানেত্রী আরমিনা খাতুন প্রমুখ।


পরে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে প্রচারাভিযানের সরঞ্জামাদির মোড়ক উন্মোচন করা হয়।


শেষে বেতদীঘি ইউনিয়নের তরুণ শিশু ফোরামের শিশুরা যৌতুক বিরোধী ‘অন্ধকারে আলোর জ্যোতি’ নামের একটি নাটিকা মঞ্চস্থ করে। অনুষ্ঠানের শুরুতে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, যুব ফোরাম, শিশু ফোরামের ৮২ জন অংশ নেন।


বিবার্তা/মেহেদী/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com