
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পারভীন আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
২৫ মে, শনিবার রাতে উপজেলার তবলছড়ি ইউপির কুমিল্লাটিলায় গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
পারভীন স্থানীয় দেলোয়ার হোসেনের মেয়ে ও একই এলাকার দেওয়ানপাড়ার মনির আহাম্মদের ছেলে আইয়ুব নবীর স্ত্রী।
পেশার তাগিদে পারভীনের স্বামী আইয়ুব নবী ফেনীর ছাগলনাইয়ায় থাকেন। তিনি জানান, আমার স্ত্রীর সাথে আমার কোন বিরোধ নাই। শুক্রবার রাতেও আমার সাথে ম্যাসেঞ্জারে কথা হয়েছে। বাবার বাড়িতে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে আমি জানি না।
নিহতের মা খাদিজা আক্তার বলেন, আমার মেয়ে সন্ধ্যায় তার বাবাকে বাজারে যাওয়ার জন্য লাইট দিয়ে তার রুমে প্রবেশ করে। পরে রাতে ভাত খাওয়ার জন্য ডাকলে সে আর দরজা খোলেনা। অনেক ডাকাডাকির পর জানালা ভেঙ্গে দেখি পারভীন গলায় ফাঁস দিয়েছে।
ইউপি সদস্য আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০২৩ সালের প্রথম দিকে পারিবারিক পছন্দে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। গত কিছুদিন আগের পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার পর পারভীনকে স্বামীর কর্মস্থল ফেনীর ছাগলনাইয়া নিয়ে যায়। কয়েকদিন পর বাবার বাড়িতে রেখে যায় তার স্বামী। গত রাতে হঠাৎ জানতে পারি পারভীন তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিবার্তা/মামুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]