
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে নজরুল একাডেমি ফেনী জেলা শাখার আয়োজনে ২৫মে ফেনীর মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ার চত্বরে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাহবুবুল হক পেয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সমন্বায়ক ইমন উল হক এর সার্বিক সহযোগিতায় নজরুল একাডেমি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায়
অনুষ্ঠানে উপস্থিত থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নজরুল একাডেমি ফেনী জেলা শাখার উপদেষ্টা দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবির সৃষ্টিকর্ম নিয়ে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ ফেনী জেলা শাখার সভাপতি কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, সাহিত্য সংগঠন বল পয়েন্টের প্রধান সমন্বায়ক কবি ইকবাল আলম, পশ্চিমবঙ্গ ভারত থেকে আগত কবি অভীক কুমার দে, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সমন্বায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমর দেবনাথ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ফেনীর সাধারণ সম্পাদক আর কে শামীম পাটোয়ারী, নজরুল একাডেমি ফেনী জেলা শাখার নির্বাহী সদস্য বিজ্ঞ আইনজীবী সাইফুদ্দিন শাহীন, বীর বাঙালি আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ফেনী জেলার সভাপতি কবি হেলাল শাহাদাত, নজরুল একাডেমি সোনাগাজী শাখার সভাপতি নুরুল আমিন পলাশ।
অনুষ্ঠানের শুরুতে কবির সৃষ্ট নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেন কবি সাংস্কৃতিক কর্মী জামশেদ ইকবাল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নজরুল একাডেমি পরশুরাম শাখার সভাপতি ইউসুফ বকুল, বিশিষ্ট সমাজ সেবক সাব্বির চৌধুরী, শিল্পকলা একাডেমি ফেনীর এ অ্যাডহক কমিটির সদস্য শিল্প তীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক হুমায়ুন মজুমদার, কবি এসহাক মজুমদার, তরুণ সাহিত্য-সংস্কৃতিক কর্মী সাংবাদিক নাজমুল হক শামীম, ফেনী সাহিত্য একাডেমীর মহাসচিব তরুণ উদ্যোক্তা তোফায়েল মিলন, এফটিবি মিডিয়ার প্রতিষ্ঠাতা তরুণ সাংবাদিক সংগঠক এম শরীফ ভূঁইয়া,পারফেক্ট কম্পিউটারের স্বত্বাধিকারী কবি সাইফুল ইসলাম, ঢাক-ঢোল মিডিয়ার প্রতিষ্ঠাতা তরুণ নাট্যনির্মাতা এফ আই ফিরোজী, আলাউদ্দিন, সুলতান আহমেদ, কবি আবদুল কাইয়ুম প্রমুখ।
বিবার্তা/মনির/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]