
ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও দুজন।
২৪ মে, শুক্রবার রাতে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকার হাজী কাশেম আলী কালেজের পাশে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
মো. হাসান নগরীর পাটগুদাম বিহারি ক্যাম্পের বাসিন্দা প্রয়াত মাসুদ মিয়ার ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি।
আহতরা হলেন- রহিত ও রাজা। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে নগরীর বিহারী ক্যাম্পের সামনে হাজী কাশেম আলী কলেজের পাশে আড্ডা দিচ্ছিলেন হাসান ও তার বন্ধুরা। রাত ৯টার দিকে হঠাৎ ৩০-৪০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে হাসান, তার বন্ধু রোহিত আহমেদ ও মো. রাজা আহত হন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাড় ভাই মুরাদ হাসন বলেন, আমার ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। অহেতুক হত্যা করা হয়েছে তাকে।
ওসি মো. মাইন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলা নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আসামি গ্রেফতারের পর প্রকৃত ঘটনা বলা যাবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]