
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে দুই মাস বয়সী একটি শিশুর মরদেহ পাওয়া গেছে। মৃত শিশুটিকে শাটল ট্রেনের ২২০৪ নং বগিতে পাওয়া যায়।
শুক্রবার (২৪ মে) ক্যাম্পাস থেকে ছেড়ে আসা রাত সাড়ে নয়টার শাটল ট্রেন থেকে মৃত শিশুটিকে পাওয়া যায়।
তবে কে বা কারা এই ব্যাগ নিয়ে ট্রেনে উঠেছে বা ব্যাগটি রেখে নেমে গেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, রাতের ট্রেনটি বটতলী স্টেশন পৌঁছালে বাচ্চাটিকে পাওয়া যায়। কে বা কারা ব্যাগটি ট্রেনে রেখেছে সে বিষয়ে জানা যায়নি। মৃতদেহটি চট্টগ্রাম রেলওয়ে থানায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানা কর্তৃপক্ষ শাটল থেকে একটি মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, বটতলী স্টেশনে শাটল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক দুই মাস হবে। মরদেহটি চট্টগ্রাম রেলওয়ে থানায় আছে।
তবে রাত সাড়ে ৮ টায় বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেন ৮:৪৫ মিনিটে ষোলশহর স্টেশন পৌঁছালে একজন পুরুষকে এমন সাদা রঙের ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে দেখার দাবি করেন এক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী বলেন, আমি বটতলী স্টেশন থেকে দরজায় বসে আসছিলাম, ষোলশহর স্টেশন আসলে আমি দাঁড়িয়ে যাই তারপর ট্রেন যখন ছাড়বে তখন আমি বসে পড়ি কেউ ওঠার মতন ছিল না, তখন হুট করে একজন একটা সাদা রঙের ব্যাগ নিয়ে ট্রেনে ওঠেন। ব্যাগটা বাচ্চাটিকে যেমন ব্যাগে পাওয়া গিয়েছে তেমন ছিল। আমার যতটুকু মনে পড়ে, আমি ওনাকে উঠতে পথ ছেড়ে দিই উনি ট্রেনে উঠে ভিতরের দিকে চলে যান।
তিনি আরো বলেন, আমি ওনার ফেস দেখিনি, কালো রঙের প্যান্ট পরেছিল। তবে বয়স অনুমান করলে অনেক সিনিয়র হবেন যদি ভার্সিটির হোন। আজ অফ ডে হওয়ায় ভিড় অন্য দিনের তুলনায় কম ছিল। আমি দরজায় বসেছিলাম বলে সবার আগে নেমে যাই তাই আর কিছু জানি না।
বিবার্তা/মহসিন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]