পিরোজপুরের ইন্দুরকানীতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার পত্তাশী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চরণী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ীর এলাকার দিনমজুর আজাহার আলীর ছেলে মো. রাসেল আলী হাওলাদার শুক্রবার দুপুরে দক্ষিণ চরণী পত্তাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন বাগানে পরিত্যাক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন তার চিৎকারে স্থানীয় লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে এবং ধর্ষককে আটক করে ইন্দুরকানী থানা পুলিশকে সোপর্দ করে।
ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, স্থানীয় জনতা মো. রাসেল আলীকে আটক করে রাখে। সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার। সে বর্তমানে থানা হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিবার্তা/রেজা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]