
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন।
এর আগে বেলা ১১টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগার এ ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা বলেন, ‘আমাদের ঘরবাড়ি পুড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে অবস্থান করছি।’
ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে শতাধিক দোকানসহ রোহিঙ্গাদের ঘর পুড়ে গেছে।’
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]