
নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় দুর্গাপুরে দুটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এই আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
২৩ মে, বৃহস্পতিবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। এসময় তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, নতুন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে জনগণ এর সুফল ভোগ করবে। আমি প্রতিশ্রুতি দেই না, আমি কাজ করি। সেই কাজ শুরু হয়ে গেছে।
তিনি এলাকার জনগণের উদ্দেশ্যে আরো বলেন, আমি প্রতিনিয়তই আপনাদের ভালো মন্দের খোঁজখবর রাখি। আমি আপনাদের পাশে আছি ছায়ার মতো।
বিবার্তা/পলাশ/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]