
চট্টগ্রাম নগরীর ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে সুমন প্রকাশ রামু (৩৫) নামে এক যুবক।
২২ মে, বুধবার সকালে ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকার ইসমাইল সুকানি স্কুল সংলগ্ন হাজী ইউসুফ মঞ্জিলের পাশে পরিত্যক্ত বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন।
তিনি গণমাধ্যমকে বলেন, সকালে আকমল আলী রোড থেকে ফোনে একজন থানায় খবর দেন- অজ্ঞাত একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নিহত সুমন বন্দর টিলার বাসিন্দা। সে বোতল প্লাস্টিক কুড়িয়ে ভাঙারির দোকানে বিক্রি করত। মৃতের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙারির দোকানে বিক্রির উদ্দেশ্যে আকমল আলী সড়কের হাজী ইউসুফ বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় জং ধরা একটি ঢেউটিন কুড়াতে যান তিনি। সেখানে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মুহূর্তে মৃত্যুবরণ করেন তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]