
দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
২২ মে, বুধবার সকাল ১১টায় হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া করা হয়।
এরপর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক জসিমুল হক ডিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হারুন উর রশিদ হারুন।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, প্রচার সম্পাদক এনামুল হক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. জিয়াউর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, হাকিমপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহিত আহমেদসহ অনেকে।
বিবার্তা/রব্বানী/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]