খাগড়াছড়ির ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা
প্রকাশ : ২২ মে ২০২৪, ১১:০১
খাগড়াছড়ির ৩ উপজেলায় নির্বাচিত হলেন যারা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর, পানছড়ি এবং দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনায় শেষ হয়েছে নির্বাচন।


এতে ভোটগ্রহণ শেষে বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করা হয়েছে রাতে। পাহাড়ি জেলা খাগড়াছড়ির তিন উপজেলায় যারা নির্বাচিত হয়েছেন।


খাগড়াছড়ি সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম আনারস প্রীতিকে ১৬ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্তোষিত চাকমা বকুল দোয়াত কলম প্রতীক পেয়েছেন ৮ হাজার ৫৬৫ ভোট।


খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং কর্মকর্তা নাইমা ইসলাম মঙ্গলবার (২১ মে) রাত ১০টার দিকে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।


এতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ক্যউচিং মারমা ১৬ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যাণি ত্রিপুরা কলস প্রতীক নিয়ে ১৭ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সমর্থিত প্রার্থী চন্দ্র দেব চাকমা কাপ পিরিচ প্রতীকে ২৪ হাজার ৮৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিটন চাকমা আনারস প্রীতিকে পেয়েছেন ১৬ হাজার ৩৫৭ ভোট।


ভাইস চেয়ারম্যান পদে সৈকত চাকমা টিউবওয়েল প্রতীকে ২৪ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। একই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিতা ত্রিপুরা ফুটবল প্রতীক নিয়ে ২১ হাজার ২৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।


রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।


দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সমর্থিত প্রার্থী ধর্ম জোতি চাকমা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম আনারস প্রীতিকে পেয়েছেন ২৩ হাজার ৯০৬ ভোট।


দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ আনুষ্ঠানিক বেসরকারি ভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।


দীঘিনালা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সুসময় চাকমা চশমা প্রতীকে ৩২ হাজার ৪৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সিমা দেওয়ান কলস প্রতীক নিয়ে ৩০ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।


বিবার্তা/মামুন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com