
গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ব্যাবসা প্রতিষ্ঠান পুরে ছাই হয়েছে।
১৯ মে, রবিবার ভোররাত আনুমানিক ৩টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। কীভাবে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারছে না।
প্রাপ্ত তথ্যে জানা গেছে উপজেলার শ্যামগঞ্জ বাজারের সাংবাদিক তিলক রায় গংদের জায়গার উপর এ ব্যবসা প্রতিষ্ঠানগুলো অবস্থিত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবুলের লেপ তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের রহিমের চা দোকান, মাহফুজের ওয়ার্কশপ আতাউরের কীটনাশকের দোকান, জয়নাল আবেদীনের মেশিনারি পার্সের দোকান, হাফিজুরের লেপ তোশকের দোকান, আব্দুল্লাহ লেপ তোশকের দোকান সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট (গৌরীপুর, নেত্রকোণা ও পূর্বধলা) ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে স্থানীয় জনতা, পুলিশ আগুন নিভানোর চেষ্টা করে। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় সাতটি দোকা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুনুর রশিদ ও আবুল মিয়া জানান আমরা রাতে দোকান ভালো করে পরিষ্কার করে সব দেখে বন্ধ করে বাসায় চলে যাই। পরে পাহারাদার ও অন্যান্য লোকজনের ডাকাডাকির পরে বের হয়ে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান খানে আলম জানান এ ব্যাপারে আবেদন করলে আমরা তদন্ত করে বলতে পারব এটা নাশকতা না কি শর্টসার্কিট বা অন্য কিছু থেকে আগুন লেগেছে কি না।
এর আগে সকালে খবর পেয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, থানার ওসি সুমন চন্দ্র সাহা, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে দেখবে আসলে এটি নাশকতা নাকি অন্য কিছু।
বিবার্তা/হুমায়ুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]