শিরোনাম
খ্রিস্টান পল্লিতে সংঘর্ষ, ৪ পুলিশ প্রত্যাহার
প্রকাশ : ২৭ মার্চ ২০১৭, ১৮:১৩
খ্রিস্টান পল্লিতে সংঘর্ষ, ৪ পুলিশ প্রত্যাহার
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া এলাকায় খ্রিস্টান পল্লিতে সংঘর্ষের ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশের এক এসআই ও ৩ পুলিশ কনস্টবলকে প্রত্যাহার করা হয়েছে।


সোমবার দুপুরে কালীগঞ্জ থানার ওই ৪পুলিশ সদস্যকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেয়া হয়। প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক জামিল উদ্দিন রাশেদ (৩০), কনস্টবল জিয়াউর রহমান (৩২), নজরুল ইসলাম (৫৮) ও মো. মনির হোসেন।


পুলিশ সদস্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ।


জানা গেছে, ২৪ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ থানার এসআই জামিল উদ্দিন রাশেদের নেতৃত্বে ওই তিন কনস্টেবলকে সাথে নিয়ে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খ্রিস্টান পল্লীতে সাদা পোষাকে অভিযান চালায়। এ সময় পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ বাধে। এতে পুলিশের ৬ সদস্য ও ৯ গ্রামবাসী আহত হয়। এ ঘটনার দুইদিন পর সোমবার দুপুরে পুলিশের ওই এসআই ও ৩ পুলিশ কনস্টবলকে প্রত্যাহার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, প্রশাসনিক কারণে ওই এসআই ও তিন কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।


বিবার্তা/তুহিন/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com