ইসলামপুর বেলগাছা কর্মসৃজন প্রকল্পে অনিয়ম
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৪:২৯
ইসলামপুর বেলগাছা কর্মসৃজন প্রকল্পে অনিয়ম
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুরে ২০২৩-২৪ অর্থ বছরের অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ২য় পর্যায়ে কাজের ২৪ কর্মদিবস অতিবাহিত হলেও ইসলামপুরে বেলগাছা ইউনিয়নের ২টি প্রকল্পের এক টুপা মাটিও পড়েনি প্রকল্পের রাস্তায়। চলছে কর্মদিবস ফাঁকি। অভিযোগ উঠেছে কাজ শুরু না করেই ২১দিনের বিল তৈরির চলছে পাঁয়তারা।


বেলগাছা ইউনিয়নের তালিকাভুক্ত কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা কাজ না করলেও প্রকল্পের টাকা লুটপাটের জন্য ট্যাগ অফিসারকে ম্যানেজ করে ২১দিনের বিল তৈরির পাঁয়তারা চলছে। অনিয়মের বিষয়টি যেন দেখার কেউ নেই।


জানা গেছে, গত ১৭ এপ্রিল জামালপুর জেলার ইসলামপুর উপজেলা ১২টি ইউনিয়নে একযোগে ৫২টি ইজিপিপি প্রকল্পের কাজ শুরু হওয়ার নির্দেশ রয়েছে।


খোঁজ নিয়ে জানা যায়, গত ১১মে শনিবার কাজ শুরুর ২৪ কর্মদিবস অতিবাহিত হলেও বেলগাছা ইউনিয়নের প্রকল্প নং-৬ সিন্দুরতলী আজাদ এর বাড়ি হতে শাহ জামালের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্প ৭০ জন শ্রমিক ও প্রকল্প নং-৭ বরুল আশরাফ এর বাড়ি হতে শাহ জামালের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত কাজে ১৩০জন শ্রমিকের প্রকল্প দুইটিতে কোন কোজ এখনো শুরু হয়নি।


একই অবস্থা এই ইউনিয়নের ৫নং ধনতলা ফকিরের বাড়ি হতে ফটুর বাড়ি হয়ে চান্দু প্রধানের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের। প্রকল্পটিতে প্রতি কর্মদিবসে ৫৩জন শ্রমিক দৈনিক ৪শত টাকা মজুরীতে কাজ করা কথা থাকলেও গত ১১মে কর্মদিবস চলাকালে প্রকল্পটিতে সরেজমিনে গিয়ে কোন শ্রমিক পাওয়া যায়নি।


স্থানীয়রা জানান, কয়েকদিন এই রাস্তাটিতে গাড়ি দিয়ে মাটি ফেলা হয়েছে। এর পর আর কাজ করা হয়নি। চলছে কর্ম দিবস ফাঁকি।
এব্যাপারে ৫ নং প্রকল্প সভাপতি মজিবুর রহমান জানান, বৃষ্টির হয়েছে তাই কাজ বন্ধ রয়েছে।


এব্যাপারে ৭নং প্রকল্প সভাপতি আবুবক্কর মন্ডল জানান, (১২মে) থেকে কাজ শুরু করা হবে। ৬নং প্রকল্প সভাপতি ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, দুই একদিনের মধ্য কাজ শুরু করা হবে।


এব্যাপারে প্রকল্পের তদারকি দায়িত্বে নিয়োজিত ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার আইয়ুব আলী জানান, কাজ শুরু করার আয়োজন চলছে।


এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর সাথে একাধিক বার ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


বিবার্তা/ওসমান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com